নিজস্ব প্রতিবেদক:
সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেনে সিলিন্ডার বিস্ফোরণের অনেক লোক হতাহত হয়েছে। তাদেরকে সাহায্যর্থে এগিয়ে আসার জন্য অনুরোধ করলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান।
সীতাকুণ্ড অবস্থানরত উপজেলা যুবলীগের সকাল স্তরের নেতাকর্মীদের সাহায্যর্থে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম
শনিবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটার পরেই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান নিজের ফেইসবুক আইডিতে সীতাকুণ্ড অবস্থানরত উপজেলা যুবলীগের সকাল স্তরের নেতাকর্মীদের সাহায্যর্থে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে আহত হয়েছেন ৩০ জন। এ ভয়াবহ বিস্ফোরণে কারও হাত উড়ে গেছে, কারও চোখ! হতাহতের অভিভাবকদের আহাজারিতে ভারী হয়ে গেছে চট্টগ্রাম মেডিকেলে।