নিজস্ব প্রতিবেদক:
সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের নুরজাহান ব্রিকস নামক পরিত্যক্ত ইটভাটার অভ্যন্তরের গড়ে ওঠা অবৈধ ব্যাটারী পোড়ানোর কারখানায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
বুধবার (৬ ডিসেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো: আশরাফ উদ্দিন। এ অভিযানে সহায়তা করেন সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের নুরজাহান ব্রিকস নামক পরিত্যক্ত ইটভাটার অভ্যন্তরের গড়ে ওঠা অবৈধ ব্যাটারী পোড়ানোর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানা বন্ধ থাকায় মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ব্যাটারি পোড়ানোর কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে কারখানার মালিকসহ ০৩ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা।