হাটহাজারী নিউজ ডেস্ক: ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো-রামগড় সড়কের বনানী গর্জনবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পারভেজ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাঞ্চনা গ্রামের আলী আহমদের ছেলে।
আহতরা হলেন মুহাম্মদ সোহেল (৩০) ও মুহাম্মদ মিলন (২৯)। তাঁরা একই ইউনিয়নের বাসিন্দা।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি সিএনজি যাত্রী নিয়ে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে তিনযাত্রী ছিড়কে পড়ে আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
দাঁতমারা তদন্তকেন্দ্রের এসআই নাজের হোসাইন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।(সংগৃহীত)