হাটহাজারী নিউজ ডেস্কঃ সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে সকল নাগরিকের বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও এ কর্মসূচির আওতায় আসতে পারবেন। এখানে একজন রিক্সাচালক, শ্রমিক চাকরিজীবী সবাই এতে অংশ নিতে পারবেন।১৮-৫০ বছর বয়সী দেশের নাগরিক এর আওতায় আসতে পারবেন। সংবিধান অনুযায়ী এটা সকল নাগরিকের মৌলিক অধিকার। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার একটি আইন ও কর্তৃপক্ষ গঠন করবে।
এখানে মাসিক হিসাব ভিত্তিতে চাঁদা দেবেন সরকারও সমপরিমাণ অর্থ দিয়ে অবসরকালে তা সংশ্লিষ্টদেরকে ফেরত দেবে সরকার।(সংগৃহীত)