নিজস্ব প্রতিবেদক:
সাতকানিয়া উপজেলার এওচিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় ও জেলা প্রশাসন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নুর হাসান সজীব ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন।
উল্লেখিত অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন সাতকানিয়া থানা ও জেলা পুলিশ চট্টগ্রাম এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ।