হাটহাজারী নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ দুপুরে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন কারাগারের বাইরে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
২০২০ সালের ২৫ মার্চ প্রথমে ছয় মাসের জন্য মুক্তি পাওয়া সাবেক প্রধানমন্ত্রীর সাজা স্থগিতের মেয়াদ এই নিয়ে পঞ্চমবারের মতো বাড়ল।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। সেই মেয়াদ ২৪ মার্চ শেষ হবে।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান। ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে এর আগে মোট ৪ দফায় মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।
খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। (সংগৃহীত)