নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতা হারুন অর রশিদ সওদাগরের চর্তুথ মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাব ও দৈনিক হাটহাজারী নিউজ পরিবার এর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন।
আজ শুক্রবার (৪ এপ্রিল) সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রসঙ্গত, গত ২০২১ সালের ৩ এপ্রিল সন্ধ্যায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুহুরী বাড়ির বাসিন্দা।
তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রেখে যান।
তিনি ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধ অংশ গ্রহণ করে ভারতের ট্রেনিং শেষে ফিরে আসতেই দেশ স্বাধীন হওয়ায় মিলেনি বীর মুক্তিযোদ্ধার খেতাব ও স্বীকৃতি। সেই আক্ষেপ নিয়েই অবশেষে চলে গেলেন পরপারে।
একই দিন রাত দশটার সময় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপর পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন হাটহাজারী অনলাইন প্রেসক্লাব ও দৈনিক হাটহাজারী নিউজ পরিবার।