নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
হাটহাজারী রেঞ্জ’র সর্তা বন বিট থেকে কাঠ ও বাঁশ জব্দ

হাটহাজারী রেঞ্জ’র সর্তা বন বিট থেকে কাঠ ও বাঁশ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

হাটহাজারী রেঞ্জ এর আওতায় সর্তা বনবিট এর সর্তা খাল থেকে অ‌ভিযান চা‌লি‌য়ে পাচারের উদ্দেশ্যে রাখা ১৫ টু:= ২৪.৭৪ ঘনফুট সেগুন ও গামার গোলকাঠ এবং ১০০ টি বাঁশের ১টি চালি উদ্ধার করে বনবিভাগ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে খিরাম সেনা ক্যাম্পের সহযোগিতায় বাঁশ ও কাঠ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী ও সর্তা বনবিটের কর্মকর্তা কাওছার হোসেন এবং খিরাম সেনা ক্যাম্পের সহযোগিতায় সর্তা খালএ অ‌ভিযান চা‌লি‌য়ে পাচারের উদ্দেশ্যে রাখা ১৫ টু:= ২৪.৭৪ ঘনফুট সেগুন ও গামার গোলকাঠ এবং অানু: ১০০ টি বাঁশের ১ চালি উদ্ধার ও বনজদ্রব্যে কোন বৈধ চিহ্ন না পাওয়ায় জব্দ করা হয় এবং জব্দকৃত বনজদ্রব্য বিট অফিস হেফাজতে রাখা হয়। পরবর্তীতে যথা সময়ে বন আই‌নে মামলা দা‌য়ের করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com