নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী রেঞ্জ এর আওতায় সর্তা বনবিট এর সর্তা খাল থেকে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ১৫ টু:= ২৪.৭৪ ঘনফুট সেগুন ও গামার গোলকাঠ এবং ১০০ টি বাঁশের ১টি চালি উদ্ধার করে বনবিভাগ।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে খিরাম সেনা ক্যাম্পের সহযোগিতায় বাঁশ ও কাঠ জব্দ করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী ও সর্তা বনবিটের কর্মকর্তা কাওছার হোসেন এবং খিরাম সেনা ক্যাম্পের সহযোগিতায় সর্তা খালএ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ১৫ টু:= ২৪.৭৪ ঘনফুট সেগুন ও গামার গোলকাঠ এবং অানু: ১০০ টি বাঁশের ১ চালি উদ্ধার ও বনজদ্রব্যে কোন বৈধ চিহ্ন না পাওয়ায় জব্দ করা হয় এবং জব্দকৃত বনজদ্রব্য বিট অফিস হেফাজতে রাখা হয়। পরবর্তীতে যথা সময়ে বন আইনে মামলা দায়ের করা।