নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ৩ দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম।
[caption id="attachment_7891" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাকৃত দোকান মালিকরা হলেন:
১। সুকান্ত দাশ, সাং সরকারহাট, মির্জাপুর, হাটহাজারী) নামক দোকানীকে ১০,০০০/- টাকা।
২। শাহ আলম পিতাঃ মফিজুর রহমান, সাং সাদেক নগর, গুমানমদ্দন, হাটহাজারী, নামক দোকানীকে ৫,০০০/- টাকা।
৩। মহিউদ্দিন পিতাঃ মোঃ আব্দুল শুক্কুর, সাং পশ্চিম ধলই, হাটহাজারী নামক দোকানীকে ৫ হাজার টাকা।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ ৩০ মার্চ দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে সরকারহাট বাজারে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ৩ দোকান মালিকগণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায়, সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জরিমানাকৃত টাকা গুলো ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করে ভবিষ্যতের জন্য তাদেরকে ও পাশ্ববর্তী অন্যান্য দোকানীকে সতর্ক করা হয়।