নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে মাছে ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তিনজন মাছ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় আটককৃত মোঃ মিজান'কে ৩০ হাজার টাকা, মো: জাহাঙ্গীর'কে ৩০ হাজার টাকা এবং মো: রফিক সওদাগর'কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
[caption id="attachment_310" align="alignnone" width="212"] বিজ্ঞাপন[/caption]
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ৪ সেপ্টেম্বর বিকাল ৩ টা'র দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাৎক্ষণিক একজন ব্যবসায়ী'কে আটক করা হয়।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
এ দিকে অভিযানের তথ্য পেয়ে অপর ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের সহযোগিতায় অপর ব্যবসায়ীদের আটক করা হয়।
তিনি বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় আটককৃত মোঃ মিজান, পিতা-হারুনুর রশিদ, সাং মুহুরির হাট'কে ৩০ হাজার টাকা, মো: জাহাঙ্গীর, পিতা- সিরাজুল হক, সাং গুমান মর্দ্দন'কে ৩০ হাজার টাকা ও মো: রফিক, পিতা- আদু মিয়া, সাং চারিয়া, মির্জাপুর'কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, খাদ্যে ভেজালের বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি। এ ধরনের কোনরূপ ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিক আমাদের জানানোর অনুরোধ করছি।
সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন'কে সহযোগিতা করুন।