নিজস্ব প্রতিবেদক:
সমাজসেবামূলক, অরাজনৈতিক ও মানবিক প্রতিষ্ঠান "উপলব্ধির" ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এতিম শিশুদের কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় সমাজসেবামূলক, অরাজনৈতিক ও মানবিক প্রতিষ্ঠান "উপলব্ধির" শিশু নিবাসে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন "উপলব্ধির" চেয়ারম্যান এম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের প্রথম পর্বে সিএমপি কমিশনার প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন এবং আলোচনা ও শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
[caption id="attachment_6046" align="alignnone" width="232"] বিজ্ঞাপন[/caption]
দ্বিতীয় পর্বে শিশুদের জন্মদিন পালন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। সব শিশুদের তাদের জন্মদিনের কথা স্বরণ করে দিতে তাদের সাথে কেক কাটেন এবং তাদের হাতে জন্মদিনের উপহার তুলে দেন।