নিজস্ব প্রতিবেদক:
চিরির বন্দরে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মিরাজ উদ্দিনকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা গলা কেটে নৃশংসভাবে হত্যা করার ১২ ঘন্টার মধ্যেই ক্লোলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সাথে সরাসরি জড়িত আসিফ ও লিটনদ্বয়কে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) হত্যাকারীরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানান ওসি বজলুর রশিদ।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ পিপিএম বলেন, গত ১৪ মার্চ রাত্রি অনুমান ১০টার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মিরাজকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনার সংবাদ থানায় প্রাপ্তির সাথে সাথে আমি এবং আমার চৌকোস টিম সহ ঘটনাস্থলে গিয়ে তদন্ত এবং দুর্বার অভিযান শুরু করি। হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই ক্লোলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং এ ঘটনার সাথে সরাসরি জড়িত আসিফ ও লিটনদ্বয়কে গ্রেপ্তার করি। তারা জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে নিহত মিরাজের ব্যবহৃত মোবাইল ফোন, বাইসাইকেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।