হাটহাজারী নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি শপথ নেওয়ার একদিন পরই পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে তিনি পদত্যাগপত্র পেশ করেছেন বলে রয়টার্স জানিয়েছে।প্রেসিডেন্ট গোতাবায়া সোমবার সাবরিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এর আগে তিনি তার মন্ত্রিসভা বিলুপ্ত করে নিজের ভাই বাসিল রাজাপক্ষেকে অর্থমন্ত্রীর পদ থেকে বাদ দেন।
এ বছর কলম্বোকে প্রায় ৬৯০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে, অথচ জ্বালানি তেল, খাদ্য, কাগজের মতো নিত্যপণ্য আমদানির মতো যথেষ্ট বৈদেশিক মুদ্রা সরকারের হাতে নেই। প্রয়োজনীয় জ্বালানির অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বন্ধ থাকায় দেখা দিয়েছে চরম বিদ্যুৎ সংকট। প্রতিদিন ১০ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে, বন্ধ রাখতে হচ্ছে সড়ক বাতি
শ্রীলঙ্কার মন্ত্রিসভার ২৬ সদস্য রবিবার একযোগে পদত্যাগ করেন। তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগ করেননি। ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর কঠিন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।