নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারীতে বিশ্ব শিক্ষক দিবস এর আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিক্ষক তাঁর মেধা, শ্রম, ও প্রজ্ঞার মাধ্যমে ছাত্রদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলেন।
সমৃদ্ধ জাতি গঠনের মূল পথিকৃৎ শিক্ষকরা।বাংলাদেশের মুক্তিসংগ্রামে শিক্ষকরা জীবন উৎসর্গ করেছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার ( ১১ অক্টোবর) বিকালে সংগঠনের হাটহাজারী উপজেলা সদরস্হ কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালনকল্পে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখার আলোচনা সভা।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বক্তারা শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে রাস্ট্রীয় পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন এর দাবি করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মো. ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইনুদ্দিন মজুমদার। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় সহসভাপতি রণজিৎ কুমার নাথ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মকসুদ করিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন চট্টগ্রাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) হাটহাজারী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. এমরান হোসেন, সংগঠনের উপজেলা ও ইউনিট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি রেজাউল হক, সুনিল কান্তি দে,মো. সাইফুর রহমান। প্রধান শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মো. গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী,আবুল কাসেম, এমদাদুল হক ,আবু আকতার আহমদ,জহরলাল দেব নাথ,মোঃ শফিউল আলম,আব্দুল মালেক আকন্দ ,এফতেকারুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক মো. চাঁন মিয়া। সভার প্রারম্ভে
হাটহাজারী উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে যোগদানকৃত প্রধান শিক্ষকবৃন্দদের ফুলেল শুভেচছা জ্ঞাপন করা হয়।
তাছাড়া সংগঠনের হাটহাজারী উপজেলা কার্যালয়ের জন্য নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরলাল দেব নাথ একটি এলইডি টিভি প্রদান করেন।
সভায় সম্প্রতি প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দপ্তর সম্পাদক মো. বশির উল্লাহ।