নিজস্ব প্রতিবেদক: আওলাদ-এ-রাসূল খলিফা-এ-গাউছুল আজম কুতবে আজম গাউছে মোকাররম হযরত মাওলানা শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র ৪১তম পবিত্র ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (২৫ মার্চ) দিনব্যাপী খতমে কুরআন শরীফসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
এতে দেশবরেণ্য আলেমদ্বীনরা তাকরির পেশ করেন।
মাহফিলে ছালাতুচ্ছালাম পেশ করেন শাহজাদা ছৈয়্যদ এহছানুল করিম ঈছাপুরী আল মাইজভান্ডারী।
এ সময় উপস্থিত ছিলেন আওলাদ-এ-ঈছাপুরী, বহু ওলামায়ে কেরাম এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আগত আশেকানে ঈছাপুরী বৃন্দ।