নিজস্ব প্রতিবেদক:
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের লক্ষীছড়া নামক এলাকার বিদ্যুৎ সাবস্টেশনের পাশে লোকালয়ে ১টি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বনবিভাগ।
গত বৃহস্পতিবার (৮ জুন) রাত ১২টার সময় বনবিভাগের টিম বিরল প্রজাতির বানরটি উদ্ধার করে।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের লক্ষীছড়া নামক এলাকার বিদ্যুৎ সাবস্টেশনের পাশে লোকালয়ে ১টি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর দেখে তাৎক্ষনিক ঐ এলাকার লোকজন করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এলাহী কে বিষয়টি মুঠোফোনে অবগত করেন। সাথে সাথে কাল বিলম্ব না করে রেঞ্জ কর্মকর্তা সংশ্লিষ্ট শিবু দাশ রায়,স্টেশন কর্মকর্তা,করেরহাট বিট কাম চেক স্টেশনকে সাথে নিয়ে বানরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসে এবং পরদিন বিকাল ৩টার সময় করেরহাট বন বিটের গহীনে অবমুক্ত করা হয় ।