নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চারিয়ার ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করলেন জেলা প্রশাসন
রেললাইনের পাশে ঘুরাঘুরি: ট্রেন আসার সাথে শুয়ে পড়ে আত্মহত্যা, লাশ উদ্ধার

রেললাইনের পাশে ঘুরাঘুরি: ট্রেন আসার সাথে শুয়ে পড়ে আত্মহত্যা, লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকায় ১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের ফার্নেস অয়েল বহনকারী একটি ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে পৌরসভার ২ নং ওয়াডস্থ আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হাটাহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে আসা তেলবাহী একটি ওয়াগন কাটা পড়ে মাথা ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এএসআই ইমতিয়াজ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদনের জন্য আশেপাশের মানুষের সাথে কথা বলছেন এবং তার পরিচয় জানতে চেষ্টা করছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই স্থানে আশে পাশের লোকজন লাশটি কার দেখতে ভিড় জমায়। তবে মাথা বিচ্ছিন্ন হয়ে ব্রীজের নিচে পড়ে যাওয়াতে তৎক্ষনাৎ লাশটির পরিচয় জানা সম্ভব হয়নি।খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় সনাক্তে কাজ শুরু করেছে।

 

হাটহাজারীর ১১ মাইল ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তেলবাহী ট্রেনের চালক সোহরাব হোসেন বলেন, আমরা খুব স্লো গতিতে আসছি এমন সময় রেললাইনের আশেপাশে ঘুরাঘুরি করা লোকটি ট্রেন আসার সাথে সাথে শুয়ে পড়েন। তখন আমাদের কোন কিছু করার নেই। শুধু লাইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহু আকবার বলেছি।

রেলওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদুল আলম শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের পরিচয় সনাক্তে কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ১১ মাইলে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার কথা স্বীকার করে বলেন, এটা যেহেতু রেলওয়ে পুলিশর বিষয় তাই সেটা তারা দেখবেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com