প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২২, ১১:৪৩ পি.এম
রেটিনা বায়োলজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো হাটহাজারীর মেয়ে সৈয়দা সানিয়া ফাতেমা!
মোঃ মহিন উদ্দিন:
এসএসসি ও দাখিল ২০২২ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘RETINA BIOLOGY OLYMPIAD'22’ নামে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হাটহাজারীর মেয়ে সৈয়দা সানিয়া ফাতেমা।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের আব্দুল হামিদ চৌধুরী বাড়ির মরহুম আব্দুল হামিদ চৌধুরীর ছোট ছেলে আব্দুল মান্নান চৌধুরীর বড় মেয়ে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সৈয়দা সানিয়া ফাতেমার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান উত্তর পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গৌরবের সাথে ভালো রেজাল্ট করেন। এরপর উদালিয়া উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে। তারপর জেএসসি পরীক্ষার আগেই তাকে কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি করেন। সেখানেও তার মেধা আরও বিকাশিত হয়। এরইমধ্যে জেএসসি পরীক্ষায় অর্জন করেন গোল্ডেন জিপিএ ৫। এরই ধারাবাহিকতায় বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় আবারও গোল্ডেন জিপিএ ৫ পেয়ে শীর্ষ অবস্থান রয়ে যায় সৈয়দা সানিয়া ফাতেমার।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত রেটিনা বায়োলজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেয়া হয়।
সেখানে পুরো বাংলাদেশ থেকে অনেক প্রতিযোগী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সে পরীক্ষায় চট্টগ্রাম অঞ্চল থেকে একমাত্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হাটহাজারী উপজেলার মেয়ে সৈয়দা সানিয়া ফাতেমা।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
উদালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজু বড়ুয়া বলেন, সৈয়দা সানিয়া ফাতেমা এমন এক মেয়ে তার যে জ্ঞান কিংবা মেধা আছে তা আমি বলেও শেষ করতে পারব না। অনেক শিক্ষার্থী দেখেছি কিন্তু তার মতো এমন মেধাবী শিক্ষার্থী আর দেখিনি। একদিন তার পরীক্ষার খাতা কাটার সময় দেখলাম নম্বর যে কাটব সে সুযোগ নেই এবং পাচ্ছি না। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তাকে যেন সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, সৈয়দা সানিয়া ফাতেমা আমার ছাত্রী। আমার শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো শান্ত ভদ্র ও নম্র এবং মেধা যেন সবই বিরাজমান। তার জন্য সব সময় দোয়া করি। সে রেটিনা বায়োলজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নন, সমগ্র মহাবিশ্ব জয় করার জন্যই দোয়া করি।
তার এমন সাফল্য লাভ করায় হাটহাজারী অনলাইন প্রেসক্লাব ও দৈনিক হাটহাজারী নিউজ পরিবার এর পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিযোগিতায় ১ম পুরস্কার ১০ হাজার টাকা, ২য় পুরস্কার ৭হাজার ৫০০টাকা, ৩য় পুরস্কার ৫ হাজার টাকা, ৪র্থ - ১০তমরা পাবে ২ হাজার করে টাকা। আর ১১তম - ২০তমরা পাবে ১.৫ হাজার করে টাকা, ২১তম - ৫০ তমরা ১ হাজার করে টাকা প্রদান করা হয়।
পাশাপাশি কেন্দ্রীয় মেধাতালিকার প্রথম ২০ এর জন্য পাবে ১ম পুরস্কার ম্যাকবুক(Mac book), ২য় পুরস্কার (Laptop), ৩য় পুরস্কার আইপ্যাড (ipad Air 5), ৪র্থ - ১০মরা পুরস্কার হিসেবে পাবে একটি করে অ্যান্ড্রয়েড ফোন (Android phone)। আর ১১তম - ২০তমরা পাবে একটি করে স্মার্ট ওয়াচ (Smart watch)।
Copyright © 2024 Hathazarinews.com. All rights reserved.