প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৪, ২:৫৪ পি.এম
রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান: ঘুরতেই আবারও দখল দেখে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া!
নিজস্ব প্রতিবেদক: রাস্তা ও ফুটপাতে মালামাল রেখে গাড়ি ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে উচ্ছেদ করে ফিরতেই আবারও সেই একই অবস্থা ব্যবসায়ীদের। এমন উঠা বসার খেলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
তারা মনে করেন, প্রশাসনের কার্যকরি পদক্ষেপ গ্রহণ না থাকায় এবং যথাযথ ব্যবস্থা না নেয়ার কারণে এমন হাস্যকর অবস্থার সৃষ্টি বলে তাদের দাবি।
গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) হাটহাজারী চৌধুরী হাট এলাকায় যানজট নিরসন কল্পে মোবাইল কোর্ট পরিচালনা করে রাস্তার উপরে অবৈধ স্থাপনা স্থাপন করায় ৪টি দোকানকে ৪০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।
এছাড়া দোকানের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বেশ কিছু দোকানীকে তাদের মালামাল ও স্থাপনা তাৎক্ষণিক অপসারণ, সতর্ক করা এবং বাজার মনিটরিং করেন তিনি।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।
অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন।
গত কয়েকদিন আগে পৌরসভার বাসস্ট্যান্ডে, বাজার, কাচারি রোড়ে, এসিল্যান্ড অফিস থেকে হযরত মাওলানা গাজী শেরে বাংলা শাহ (রহ:) এর মাজার পর্যন্ত চলে এ অভিযান।
এদিকে অভিযান শেষ না হওয়ার আগেই আবারও ফুটপাত ও সড়ক দখলে নেমেছেন ব্যবসায়ী ও হকাররা। এমন উঠা বসার খেলা দেখে সাধারণ মানুষের মধ্যে হাস্যকর কৌতূহল সৃষ্টি হয়েছে। বার বার সতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকায় এবং যথাযথ ব্যবস্থা না নেয়ার কারণে এমন উঠা বসার খেলা চলে বলে মনে করেন তারা।
কার্যকরি ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এমন লোক দেখানো অভিযান পরিচালনা থেকে বিরত থাকতে বলেছেন সচেতন মহল।
তারা আরও মনে করেন, এমন অভিযানের কারণে প্রশাসনের প্রতি ব্যবসায়ী ও হকারদের মধ্যে ভয় কিংবা সম্মানের কোন আগ্রহ থাকে না। যার কারণে তারা প্রশাসনকে সাধারণ মানুষের কাতারে শামিল করেন। তাই অভিযান শেষ না হওয়ার আগে আবারও বসে যায়।
Copyright © 2024 Hathazarinews.com. All rights reserved.