
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত হলেন হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই বদল বাড়ির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুর আহম্মদ(৭৮)।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় গার্ড অব অনারের সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল আলম ও জেলা পুলিশের বিশেষ টিম।
জাতির এই সূর্য সন্তান পশ্চিম ধলই বদল বাড়ির মরহুম সালেহ আহম্মদের সন্তান।
তিনি মৃত্যুকালে স্ত্রী ও ৪ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব রেখে যান।
জাতির এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোকাভিভূত হাটহাজারী অনলাইন প্রেসক্লাব ও দৈনিক হাটহাজারী নিউজ পরিবার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধা জহুর আহম্মেদ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।