হাটহাজারী নিউজ ডেস্কঃ
রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্ব জুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে।
বিজ্ঞাপন
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেগুলো হল- ডোনেটস্ক এবং লুহানস্ক। স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি।
বিজ্ঞাপন
ডোনেটস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতির পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ফিউচারস অব বেরেন্ট ক্রুডের হিসাবে তেলের দাম ব্যারেলপ্রতি ৯৮ ডলার ছুঁয়েছে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
বিজ্ঞাপন
সৌদি আরবের পর রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সরবরাহ করে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনও করে রাশিয়া।
বিজ্ঞাপন
তবে ইউক্রেনের ঘটনার জের ধরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ।
বিজ্ঞাপন
বিনিয়োগ বিশেষজ্ঞ সু ত্রিন বলছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারা বিশ্বে তেল বা গ্যাসের সরবরাহ কমাতে বাধ্য হবে। ফলে সেটা বিশ্বের অর্থনীতির ওপর অবশ্যই বড় প্রভাব ফেলবে। সূত্র: বিবিসি