নিজস্ব প্রতিবেদক:
আনোয়ারা উপজেলায় ২টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড তাজা কার্তুজ ও একটি রাম দাসহ দুর্ধর্ষ ডাকাত মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত দুর্ধর্ষ ডাকাত মোহাম্মদ আলী, পিা: মৃত জালাল আহমেদ, সাং উত্তর হাজীগাও, আনোয়ারা।
আনোয়ারা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটককৃত মোহাম্মদ আলী জেল থেকে বের হওয়ার পর থেকে দেয়াং পাহাড়ের গহীন জঙ্গলে গোপন আস্তানা গড়ে তুলেছিল। এলাকার কিশোর অপরাধীদের ব্যবহার করে আনোয়ারা-বাঁশখালী সড়কে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ডাকাত আলীকে গ্রেফতারের সংবাদ পেয়ে তার অনুসারীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। অভিযানকালে মোহাম্মদ আলীর হেফাজত থেকে ২টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড তাজা কার্তুজ ও একটি রাম দা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সিডিএম পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে একটি সাজা ওয়ারেন্ট ( ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড) ও ডাকাতি,অস্ত্র,মাদক, চাঁদাবাজির মোট ৮টি মামলা রয়েছে।