নিজস্ব প্রতিবেদক:
রাউজানে হালদা নদীতে নিঁখোজের ৩৬ ঘন্টার পরে ব্যবসায়ী সাহেদ বাবুর লাশ হাটহাজারী উপজেলার বুডিশ্চর ইউনিয়নের মদুনাঘাট ছায়ারচর এলাকায় দেখা যায়।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বুধবার (৯ আগস্ট) সকাল ৪ টার সময় লাশ মদুনাঘাট ছায়ার চরে পাওয়া গেছে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
জানাজার নামাজের সময়:
১১ টায় চকবাজার ওয়ালী খাঁ মসজিদে এবং ২ টায় উরকির চর হাইস্কুল মাঠে জানাজা।
[caption id="attachment_7891" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
প্রসঙ্গত, গত ৭ আগস্ট সোমবার রাত ৮টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা, সমাজ সেবক শাহেদ হোসেন বাবু পাশ্ববর্তী তাঁর গরু এবং মৎস্য খামার থেকে ডিঙ্গী নৌকা নিয়ে পশ্চিম বারিঘোনা হালদা নদীর শাখা খাল দিয়ে ফেরার পথে তাদের নৌকা উল্টে যায়। সে সময় সাথে থাকা আরো ৩ জন সাঁতরিয়ে উঠে আসতে পারলেও স্রোতে ভেসে গিয়ে শাহেদ হোসেন বাবু নিখোঁজ হয়ে পড়ে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা সহ শত শত এলাকাবাসী ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতা চালাতে থাকে।