নিজস্ব প্রতিবেদকঃ
রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের গণি হাজীর বাড়ি সংলগ্ন মেসার্স মা ফার্ণিসার্স নামক দোকানে পালিশ তৈরীকালে স্পিট থেকে সৃষ্ট আগুনে এক শিশুসহ দুইজন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টায় এই ঘটনাটি ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহীন ভিলার বাসিন্দা ময়মনসিংহ জেলার কামাল হোসেনের ছেলে জিফাত (৭) ও ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে দোকানের রঙ এর কারিগর মোহাম্মদ জাহাঙ্গীর (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আসবাবপত্রের জন্য রঙ তৈরির সময় স্পিরিটে আগুন ধরে যায়। এসময় বার্ণিস তৈরীর কারিগরের পাশে ছিল শিশু জিফাত। হঠাৎ করে আগুনে ফুলকি বের হয়ে কারিগর মোহাম্মদ জাহাঙ্গীর ও জিপাতের শরীর দগ্ধ হয়।
এই দৃশ্য দেখে স্থানীয় দৌড়ে গিয়ে দগ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনা স্বীকার করে বলেন, দগ্ধ দুইজনকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।