নিজস্ব প্রতিবেদক:
রাউজান উপজেলা একাধিক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিরত মো. নুরুল আবছার (৪৩), কামরুল হাসান টিটু (৫৫), গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০)’দেরকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) মধ্য রাত তাদের কে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোঃ আনোয়ার হোসেন ও রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, থানা পুলিশের একটি দল উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিরত মো. নুরুল আবছার (৪৩), কামরুল হাসান টিটু (৫৫), গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০)’দেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে এবং তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বসতঘর তল্লাশি করে ২টি যুক্তরাষ্ট্র নির্মিত অত্যাধুনিক একে-২২ রাইফেল, ১টি ইতালি নির্মিত ৭.৬৫ পিস্তল, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ১টি এক নলা বন্দুক, ১টি এলজি, ৯৫ রাউন্ড একে-২২ রাইফেলের বুলেট (তাজা ৪৫ ও অচল ৫০), ৮ রাউন্ড ৭.৬৫ এমএম বুলেট, ১০ রাউন্ড অজ্ঞাত অস্ত্রের বুলেট ও ১০ রাউন্ড শটগানের কার্তুজসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়।
এ সংক্রান্তে রাউজান থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।