হাটহাজারী নিউজ ডেস্ক:
রাউজান উপজেলার উরকিরচর গ্রামে বাড়ির ছাদে পা পিছলে নিচে পড়ে হাসেম চৌধুরী(৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুন) ভোরে চট্টগ্রাম কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হাসেম চৌধুরী মৃত নুরুল হক চৌধুরীর পুত্র ।
নিহত হাসেম গত ২৪ জুন বাড়ির ছাদে উঠে গাছ থেকে বেলেম্বু পাড়ছিলেন।বৃষ্টির পানিতে পিচ্ছিল ছাদে পা পিছলে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থা পরিবারের সদস্যরা তাক উদ্ধার করে চট্টগ্রাম কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।