নিজস্ব প্রতিবেদক:
রাউজান উপজেলার কদলপুর এলাকার আশরাফিয়া মাজার নামক এলাকায় ৬৫ টু:= ৭০.২৬ ঘনফুট গামার গোলকাঠ এবং ৩ টু:= ২৪.৬৬ ঘনফুট রেইন্ট্রি কড়ই গোলকাঠ জব্দ করে বনবিভাগ।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টা সময় এলাকায় বিপুল পরিমান কাঠ জব্দ করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজানঢালা বিট কাম চেক স্টেশন অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৬৫ টু:= ৭০.২৬ ঘনফুট গামার গোলকাঠ এবং ৩ টু:= ২৪.৬৬ ঘনফুট রেইন্ট্রি কড়ই গোলকাঠ উদ্ধার ও কোন বৈধ চিহ্ন না পাওয়ায় জব্দ করা হয় এবং জব্দকৃত বনজদ্রব্য রাউজানঢালা বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে ।