নিজস্ব প্রতিবেদক:
রাউজান উপজেলার উত্তর সর্তা এলাকা থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরী ০১টি ওয়ান শুটারগানসহ দুইজন অস্ত্রধারীকে আটক করে র্যাব-৭।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিপিসি ক্যাম্প হাটহাজারী-২ কমান্ডার মেহেদী হাসান বলেন, একটি আভিযানিক দল নিয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন উত্তর সত্তা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধারসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ১। মোঃ জামাল উদ্দিন (২৮), পিতা- শফিউল আলম এবং ২। মোঃ মবিন (২৬), পিতা- আব্দুল মুনাফ, উভয় সাং- দক্ষিণ ধর্মপুর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রটি দিয়ে তারা স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।