নিজস্ব প্রতিবেদক:
রাউজান উপজেলায় হাইওয়ে সড়কে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি গাড়িকে ২ হাজার টাকা এবং ১৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ রাখায় দোকান মালিককে ৫,০০০ টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মোঃ রিদুয়ানুল ইসলাম।
সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১০টা থেকে টানা ৩টা পর্যন্ত চলে এ অভিযান।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আফজারুল ইসলাম ও নমুনা সংগ্রহকারি চন্দন বিশ্বাস। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন আনসারের সদস্যবৃন্দ।
রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদুয়ানুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারি পরিচালক মোঃ আফজারুল ইসলাম বলেন, রাউজান উপজেলায় হাইওয়ে সড়কে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের‘ আওতায় শব্দ সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি মামলায় ৪টি যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়াও আরও ৭টি যানবানকে সর্তক করা হয়। অন্য দিকে একই এলাকায় ১৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং দোকান মালিককে ০১টি মামলায় ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।