নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাস উপলক্ষে আগামীকাল রবিবার (২০ মার্চ) থেকে সারাদেশে ১ কোটি নির্দিষ্ট উপকারভোগীদের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল বিক্রয় শুরু করা হচ্ছে। এর অংশ হিসেবে হাটহাজারী উপজেলায় কাল রোববার টিসিবি’র পণ্য বিক্রি শুরু করা হবে৷
[caption id="attachment_2695" align="alignnone" width="236"] হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলমের দেওয়া ফেসবুক স্ট্যাটাস[/caption]
শনিবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, রবিবার প্রথম দিন পৌরসভা, গুমানমদ্দন এবং গড়দুয়ারা ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রি করার মাধ্যমে কার্যক্রম শুরু করা হচ্ছে।
পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য ওয়ার্ডসমূহ ও সকল ইউনিয়নে পণ্য বিক্রয় করা হবে। প্রতি কার্ডধারী তার কার্ডের বিপরীতে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল টিসিবি নির্ধারিত মূল্যে কিনতে পারবেন।এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ পবিত্র রমজান মাসে কিছুটা স্বস্তি পাবেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, কার্ডধারীরা যাতে সঠিক ওজনে মালামাল পান সে লক্ষ্যে কঠোর মনিটরিং করা হবে।