নিজস্ব প্রতিবেদক:
হালিশহরে যাত্রীসেজে অটোরিক্সা চুরির ঘটনায় চোরাই অটোরিক্সা ও চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজিসহ দুই চোরকে আটক করে পুলিশ।
গত বুধবার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে রিক্সা চোর দলের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হালিশহর থানার এসআই সুফল কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে রিক্সা চোর দলের সক্রিয় সদস্য মোঃ আবুল কাশেম ও মোঃ ইব্রাহিমদ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া ব্যাটারী চালিত রিক্সা এবং চুরির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করেন।