নিজস্ব প্রতিবেদক:
নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি সংলগ্ন ফলমন্ডি এলাকায় দুই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মোঃ শরীফ (২২) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল পৌণে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত শরীফ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বলাগঞ্জ এলাকার মোঃ বাহারের পুত্র।
ছিনতাইকারীর কবলে পড়েন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর দুই শিক্ষার্থী।
টিআই অনিল বিকাশ চাকমা বলেন, মোবাইল ছিনতাই করে পালানোর সময় এক যুবককে আটক করে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী। পরে ছিনিয়ে নেওয়া মোবাইলের মালিক হলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দুই শিক্ষার্থীর। তারা সকালে হাঁটতে বেরিয়েছিলেন। মোবাইলে কথা বলার সময় তাদের গতিরোধ করে মোবাইল ছিনতাইকালে শিক্ষার্থীরা চিৎকার দেন। এসময় সেখানে দায়িত্বরত সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইলসহ ছিনতাইকারী মোঃ শরীফকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ছিনতাইকৃত মোবাইল ফেরত পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র এর দুই শিক্ষার্থী ট্রাফিক-দক্ষিণ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।