নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের হালদা নদীর অংশের চেংখালী সুইস গেইট ভেঙে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন সাবেক চার বারের মন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
শনিবার (২ জুলাই) সকালে তিনি এ এলাকা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড এর প্রধান প্রকৌশলী রমজান আলী, নির্বাহী প্রকৌশলী তয়ন বড়ুয়া, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।