নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চারিয়ার ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করলেন জেলা প্রশাসন
মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান

মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭নং ওয়াডস্থ কাছিমের বটতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মেখল ইউনিয়নের ৮নং ওয়াডের কাছিমের বটতলী বাজারের সেলিম সওদাগরের ‘আপ্যায়ন রেষ্টুরেন্ট’ নামক ব্যবসা পরোটা বানানোর গ্যাসের চুলার সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে । এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লিডার বিভূতি বড়ুয়ার নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই দোকানের সমস্ত আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ওই বাজারের সেলিম জাবেদ এর আপ্যায়ন রেষ্টুরেন্ট, সুলতান আলমের মুদির দোকান এবং একটি লাকড়ির দোকানসহ তিন দোকানের সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় ও প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তরা এ ঘটনায় তাদের অন্তত দশ থেকে পনের লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মাসুদ জানান, আগুনের শুরুতে চেস্টা করলে তা নিয়ন্ত্রণ করা যেতো, কিন্তু তখন ঘটনাস্থলে উপস্থিত ১০/১২ জন যুবক ভাই আগুন নিয়ন্ত্রণে কাজ না করে দুরে সরে তাদের মোবাইল ফোনে ভিডিও করাতে ব্যস্থ হয়ে পড়ে। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের পাশে মসজিদের পুকুর থাকায় ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের চেস্টায় দ্রুত আগুন নিযন্ত্রণে চলে আসায় ওই বাজারের অন্তত ২৫/৩০ টির বেশি দোকান আগুনে ভয়াবহতা থেকে রক্ষা পায়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, দোকানটি ওই বাজারের অনেক পুরানো। এক সময় সেলিম সওদাগরের বাবা করতেন। এটা গণি সওদাগরের দোকান নামেও চিনেন অনেকে। গণি সওদাদাগরের মৃত্যুর পর তিনার ছেলে সেলিম সওদাগর করছিলেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে রাত দশটার দিকে জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি আর ক্ষয়ক্ষতির পরিমান তদন্তাধীন আছে, পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com