নিজস্ব প্রতিবেদকঃ
হাটহাজারীর মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার(১২ মার্চ) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে র্যালি আরোচনা সভ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
অনুষ্ঠানে বক্তারা বলেন, "অন্ধকারাচ্ছন্ন সমাজে আলোক বর্তিকা প্রজ্জ্বলনের মাধ্যমে আলোকিত সৃজনশীল সমাজ বির্নিমান যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যুব ও ছাত্র সমাজ সকল দ্বিধাদন্ধ পরিহার করে ঐক্যবদ্ধ হতে পারলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে। তাই এই লক্ষ্য নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।"
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ চৌধুরী। সভার উদ্বোধন করেন প্রফেসর এম এ মন্নান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপু কুমার চক্রবর্ত্তী। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কর্মকর্তা যথাক্রমে সরোয়ার মোরশেদ ও জসিম উদ্দিন এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রতন কুমার নাথ, সিনিয়র শিক্ষক যথাক্রমে জাহাঙ্গীর আলম, মিসেস আলপনা দে নারায়ন চন্দ্র দাশ । প্রাক্তন ইউ পি সদস্য জাফর ইকবাল। প্রাক্তন শিক্ষার্থী আবদুল হান্নান তালুকদার, ব্যাংকার ফয়জুল আজিম শেখ নূরুল ইসলাম বাশেদ, আবদুল হালিম, রবিউল হোসেন, শাহাজান আরফিন, বেলাল উদ্দীন, শামসুল আলম হাজী রফিকুল হাসান মোহাম্মদ আমান উল্লাহ, আলহাজ্ব রফিকুল হাসান ও ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ। দ্বিতৃয় পর্বের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রাক্তন সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সেবামুলক প্রতিষ্ঠান আবুল কাসেম ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। সভার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপু কুমার চক্রবর্ত্তী। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোয়াইব মোর্শেদ এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, এস এম মহিবুল হক, মোঃ সেলিম, ডাঃ হাসান মাহমুদ, এস এম ফওজুল আজিম হেলান, মোঃ জসিম উদ্দিন ও শিক্ষক মোঃ সরোয়ার আলম প্রমুখ।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শাহরিয়ার নাইম।