নিজস্ব প্রতিবেদক:
মৃত্যুর পরও মানুষ তার কর্মের মাধ্যমে বেচে থাকে ঠিক তেমনই রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মরহুম এম আলী আজগর চৌধুরী আমাদের মাঝে বেচে থাকবেন বললেন সাবেক মন্ত্রী হাটহাজারী থেকে বার বার নির্বাচিত সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে ফতেয়াবাদ নাগরিক কমিটির উদ্যোগে ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী নাসের চৌধুরীর সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মন্জুরুল আলম, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম, ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী মোঃ শফিউল আজীম,
চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক নিউরোসার্জন অধ্যাপক ডাঃ মোঃ কামাল উদ্দিন,বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, সাংসদের ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ মঞ্জুরুল আলম,চিকন্দন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু,এম জাহাঙ্গীর আলম,মরহুমের সন্তান চবি প্রফেসার আলী আরসাদ চৌধুরী।
সঞ্চালনা করেন নাগরিক কমিটির সহ সভাপতি এস এম মোরশেদ আলাম চৌং ও এস এম দিদারুল আলম ।