নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চারিয়ার ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করলেন জেলা প্রশাসন
হালিশহরে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

হালিশহরে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীর হালিশহরে এশায়াত মাহফিলে অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মোর্শেদ আজম বলেছেন, মানব সম্প্রদায় যতবার ঈমানের দুর্যোগে পতিত হয়েছে ততবারই মহান আল্লাহ পথপ্রদর্শক প্রেরণ করে অসীম দয়া প্রদর্শন করেছেন। শুক্রবার (৭ জানুয়ারি) বাদে জুমা চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এস্টেট মাঠে (বিডিআর মাঠ) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৯নং হালিশহর ও আগ্রাবাদ শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আইয়্যামে জাহেলিয়াত যুগে মানুষ যখন গভীর অন্ধকারের হারিয়ে যাচ্ছিল ঠিক তখনি প্রিয় নবী (দ.) কে ধরার বুকে প্রেরণ করে মানুষের উপর সর্বশ্রেষ্ঠ দয়া করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক এরশাদ করেছেন “হে নবী! আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি” (আম্বিয়া : ১০৭)।

তিনি আরও বলেন, প্রিয় নবীজি পৃথিবীর বুকে এসে সমাজকে এমনভাবে সংস্কার করেছেন কাফেরকে দিয়েছেন ঈমানের আলো, বেইনসাফির দিলে দিয়েছেন ইনসাফের অনুভূতি, অপসংস্কৃতির মাঝে প্রতিষ্ঠা করেছেন ইসলামের পবিত্র নিয়মকানুন, হিংসা বিদ্বেষ রিয়ার পরিবর্তে মানুষের মাঝে এনেছেন মানবতার মূল্যবোধ, ভালোবাসার চেতনা, হালাল জীবন যাপনের অপূর্ব উপলব্ধি।

আয়োজিত এশায়াত মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগ এর চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ডঃ মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ এরশাদুল আমিন, চসিক ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, ৫১ নং মক্কা শরীফ শাখার সভাপতি মাওলানা ইসহাক মুনিরী, জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ সিনিয়র ইমাম আল্লামা শেখ নুর মোহাম্মদ ছিদ্দিকী প্রমূখ।

এতে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন হালিশহর হাফুস ও হালিশহর হাউজিং কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদ এর সাধারন সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁইয়া,প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক এ. কে. এম. নাসিম উদ্দিন, হালিশহর এইচ-ব্লক সমাজকল্যণ সমিতি এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, এম.এ. আলম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ফারুক, লায়ন মোহাম্মদ কামরুজ্জামান ।

বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা এইচ এম আবু বকর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা আবু হোরাইরা, মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী, মুফতি ফয়েজ্ উল্লাহ, হযরতুল আল্লামা মুহাম্মদ আবদুল হক প্রমূখ। মাহফিলে এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষাবিদ, ওলামায়ে কেরামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com