নিজস্ব প্রতিবেদক:
মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল হাটহাজারীর ১১ জন এসএসসি পরীক্ষার্থীসহ চালকের।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
নিহতরা হলেন, এসএসসি পরীক্ষার্থী হিসাম, শওকত, মারুফ, হাসান, প্রথম বর্ষের ছাত্র ইমন, কোচিং সেন্টারের শিক্ষক জিসান, রেদোয়ান, সজীব ও রাকিব
মৃত্যুর সাথে লড়ছেন আহত আয়াত, তাসমির, শওকত, মাহিন ও রিদয় । ড্রাইভার দু’জনের মধ্যে একজন মারা গেলেও অন্যজন জীবিত আছে।
[caption id="attachment_4309" align="alignnone" width="300"] যে কোচিং সেন্টারে তারা পড়তেন সেখান থেকে ভোরে রওয়ানা দেয় মিরসরাই এ। যাবার আগে যুগিরহাটে আর এন জে কোচিং সেন্টারের সামনে তোলা তাদের শেষ ছবি।[/caption]
মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ বলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আমান বাজার থেকে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় যাওয়ার পথে একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১২ যাত্রী নিহত হয়েছেন।