নিজস্ব প্রতিবেদক:
মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল হাটহাজারীর ১১ জন এসএসসি পরীক্ষার্থীসহ চালকের।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, এসএসসি পরীক্ষার্থী হিসাম, শওকত, মারুফ, হাসান, প্রথম বর্ষের ছাত্র ইমন, কোচিং সেন্টারের শিক্ষক জিসান, রেদোয়ান, সজীব ও রাকিব
মৃত্যুর সাথে লড়ছেন আহত আয়াত, তাসমির, শওকত, মাহিন ও রিদয় । ড্রাইভার দু’জনের মধ্যে একজন মারা গেলেও অন্যজন জীবিত আছে।
যে কোচিং সেন্টারে তারা পড়তেন সেখান থেকে ভোরে রওয়ানা দেয় মিরসরাই এ। যাবার আগে যুগিরহাটে আর এন জে কোচিং সেন্টারের সামনে তোলা তাদের শেষ ছবি।
মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ বলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আমান বাজার থেকে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় যাওয়ার পথে একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১২ যাত্রী নিহত হয়েছেন।