নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়ার পাল গ্রামের ৪০-৫০ পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ মৃৎশিল্পের পেশার সাথে জড়িত।
কিন্তু অতীতে আরো অনেক পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত ছিল বলে জানা যায়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
স্বাধীনতার পূর্বে থেকে বংশানুক্রমে এখানে এই শিল্প গড়ে উঠেছিল কিন্তু কালের বিবর্তনে আজ অনেকটা হারিয়ে যেতে বসেছে এই শিল্প।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এই মৃৎশিল্পের জন্য চট্টগ্রামের মিরসরাই উপজেলার পরিচিত পাল গ্রাম পরিদর্শনে আসেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি অবহেলিত এ গ্রামের সব কিছু ঘুরে দেখেন। কথা বলেন কালের বিবর্তনে হারিয়ে যাওয়া মৃৎশিল্পের কারিগরদের সাথে। শুনেন তাঁদের দুঃখের গল্প! তাদের কে সহযোগিতার আশ্বাস দেন তিনি।