নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চারিয়ার ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করলেন জেলা প্রশাসন
মলম পার্টির মূলহোতাসহ ৩ সদস্য র্যাবের হাতে ধরা 

মলম পার্টির মূলহোতাসহ ৩ সদস্য র্যাবের হাতে ধরা 

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট জেলার মংলা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে বিধবা বৃদ্ধার নিকট হতে ছিনতাইকৃত টাকাসহ মলম পার্টির মূলহোতা কামরুল ইসলাম শেখ (৩৫), আব্দুস সালাম শেখ (৪৮), মোঃ দেলোয়ার শেখ (৪৫) গ্রেফতার করে র্যাব ৬।

সোমবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তাদের কে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, কামরুল ইসলাম শেখ (৩৫), আব্দুস সালাম শেখ (৪৮), এবং মোঃ দেলোয়ার শেখ (৪৫), সর্ব থানা-রূপসা, জেলা-খুলনাদের গ্রেফতার করে।

র্যাব ৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল বলেন,  গত ০৫ ডিসেম্বর বিকালে একজন ষাটোর্ধ্ব বিধবা তার স্বামীর পেনশনের টাকা উত্তোলন করে বাগেরহাট জেলার মংলা থানাধীন মংলা বন্দর হতে নিজ বাসায় ভ্যান যোগে ফিরতে ছিলেন। ফেরার পথে ভ্যান চালক ও ভ্যানে থাকা অন্য দুই যাত্রী বিধবা বৃদ্ধার চোখে মলম লাগিয়ে তার নিকট হতে পেনশনের উত্তোলনকৃত ৬,০০০/-টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং বৃদ্ধাকে মংলা থানাধীন পাওয়ার হাউজ পেট্রোল পাম্পের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল একই তারিখ আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় বাগেরহাট জেলার মংলা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে বিধবা বৃদ্ধার নিকট হতে ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ ছিনতাইয়ের সাথে জড়িত মলম পার্টির মূলহোতা ১। কামরুল ইসলাম শেখ (৩৫), এবং তার সহযোগী আসামী ২। আব্দুস সালাম শেখ (৪৮), ৩। মোঃ দেলোয়ার শেখ (৪৫), সর্ব থানা-রূপসা, জেলা-খুলনাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে বাগেরহাট জেলার মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com