নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী পৌরসভার রঙ্গীপাড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার একশ পিস মহামূল্যবান সেগুন কাঠ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান ও এসিল্যান্ড মেহরাজ সাবরীন।
সোমবার (২০ মে) ভোর রাত ২টার দিকে অভিযান চালিয়ে কাজগুলো জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এনএসআই এর প্রতিনিধি দল, বন বিভাগের কর্মকর্তাসহ হাটহাজারী থানা পুলিশের সদস্যগণ।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, আজ (২০ মে) সোমবার ভোর রাত ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার রংগীপাড়া এলাকায় জেলা এনএসআই, চট্টগ্রাম এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫১০০ পিস সেগুন গাছের টুকরো দেখা যায়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। এছাড়া, কিছু গাছের মার্কিং নাম্বার থাকলেও অনেক গাছে কোন মার্কিং নাম্বার নেই অর্থাৎ সরকারি ক্রয়াদেশ এর সাথে অধিকাংশ গাছ মিক্সড হওয়ার প্রমাণ পাওয়া যায়।
তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থলের আশে পাশে ডিপোর মালিক বা শ্রমিক কাউকে না পাওয়ায় বনবিভাগকে আনুমানিক ৫১০০ পিস গাছের টুকরা জব্দ করে তদন্ত পূর্বক নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।