মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগারের সামনে থেকে চোলাই মদসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগারের সামনে থেকে ১০০ লিটার চোলাই মদ ও নগদ ৪১০০ টাকাসহ নাসের (৪৩) ও নয়ন (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
সোমবার (১৭ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় চোলাই মদ পরিবহনে ব্যবহৃত সিএনজি গাড়ি জব্দ করা হয়।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির আইসি মাহবুব বলেন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ সাহেবের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ হাটহাজারী সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এসআই আলমগীর হোসেন এএসআই সুমন হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা কালে কাপ্তাই হতে চট্টগ্রাম শহর গামী সডকের মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগার এর সামনে থেকে ১০০লিটার দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে সিএনজি গাড়ি (চট্টগ্রাম -থ- ১২-৪৯৬০) এবং দেশীয় চোলাই মদ বিক্রয় লব্দ ৪১০০ টাকাসহ ১। মোং নাসের (৪৩) পিতাঃ মৃত আবু শামা, সাং পোমরা আজিম নগর দানু মেম্বারের বাড়ি, ওয়ার্ড ৮ থানা- রাঙ্গুনিয়া এবং ২। মোং নয়ন (৩০) পিতা নুর আলম প্রকাশ জাহাঙ্গীর আলম, সাং- চেংখালী হাজী মুন্সি মিয়ার বাড়ি ওয়ার্ড ৯নং পুর্ব বেতাগী ইউপি, থানা- রাঙ্গুনিয়া আটক করা হয়।