নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চারিয়ার ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করলেন জেলা প্রশাসন
মজাদার এ কেমন গল্প:  অদৃশ্য জীব!

মজাদার এ কেমন গল্প:  অদৃশ্য জীব!

আহমেদ মুকসিত আইনান:

আলিফকে কয়েক দিন থেকে কেউ একজন বিরক্ত করছে। আপনারা ভাবছেন কোনো মানুষ তাকে বিরক্ত করছে, কিন্তু না! সেটা মানুষ নয়। কে করছেন সেটা আলিফও জানে না!

বিজ্ঞাপন

আলিফ ভাত খেতে গেলে পানির গ্লাস ফেলে দেয়, আলিফ ঘুমাতে গেলে কান মলে দেয়। খেলতে গেলে পা টান দেয়। তাকে কিন্তু দেখা যায় না, আলিফ এখন স্কুলে যাচ্ছে।

আজ কিছু করলে তার হাত ধরে ফেলবে বঅদৃশ্য জীব!লে প্রতিজ্ঞা করেছে। আলিফ যখন খোলা মাঠে হাঁটছিল, কেউ একজন তার ডান পা ধরে হেঁচকা টান দিলো। এত জোরে টান দিলো, যে সে পুরো ডিগবাজি খেয়ে গেল। সবাই তাকে দেখে হাসছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিনহাজ বলল, ঠিক করে হাঁঠতেও পারিস না। রাহুল বলল, আমার মনে হয়, তুই ডান্স দেখাছিস তখন আলিফ লজ্জিত হয়ে ক্লাস রুমের দিকে যাচ্ছিল।এমন সময় কেউ একজন তাকে আস্তে করে ধাক্কা দিলে আলিফ হালকা একটা বাড়ি খেয়ে বসে পড়েছিল, সেই সময় লাফ দিয়ে তাকে ধরতে যায় আলিফ।

খাটো একটা প্রাণীর এন্টেনা মতো কি একটা হালকা স্পর্শ পেলেও সেটা সাথে সাথে সরে যায়। আর যা হবার তাই হয়, আলিক নিচে পড়ে যায়। কিন্তু তার ব্যাথা বদলে আরাম হয়। রাহুল র চেঁচিয়ে বলে, ওই দেখ আবার ডান্স শুরু করেছে । সবাই হাসতে লাগলো।

আলিফ নিচু হয়ে ধীরে ধীরে ক্লাসে ঢুকলো।ক্লাস থেকে বের হতে মন চাইছে না। আলিফ ভাবতে থাকে কে হতে পারে, সে কি চাই? সে আমাকে আবার জোরে প্রহার করছে না, তার মানে সে আমার খারাপ কিছু করবে না।

বিজ্ঞাপন

কি তার উদ্দেশ্য ?আলিফ পেন্সিল -খাতা বের করে। এন্টেনা যুক্ত জীবটার কয়েকটা ছবি আকে। কিছুক্ষণ পর ঘন্টা পড়লো এবং নিলয় ক্লাসে ঢোকে। আলিফ খাতা ঢুকাচ্ছিল কিন্তু নিলয় দেখে ফেলে এবং হাত থেকে জোর করে নিয়ে বলল, কি করছিলি দেখি তো।

আলিফ খাতা নিতে উঠে বলল, আমার যা খুশি তাই করেছি তোর কি ?

ধারাবাহিক উপন্যাসের আরও পর্ব আসবে! চোখ রাখুন দৈনিক হাটহাজারী নিউজে।

লেখক ও তরুণ কিশোর গল্পকার আহমেদ মুকসিত আইনান।

লেখক ও তরুণ কিশোর গল্পকার আহমেদ মুকসিত আইনান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com