নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ভূজপুর থানার আলোচিত ও চাঞ্চল্যকর সৎ মা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেন’কে দীর্ঘ ২৫ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার ভূজপুর থানার মামলা নং-০৩(১০)৯৭, জিআর নং-১০৯/৯৭, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেন চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৬ ডিসেম্বর বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি বেলাল হোসেন (৫১), পিতা-আমিনুর রহমান, সাং-বাংলাপাড়া, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।