নিজস্ব প্রতিবেদক:
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ভারত।
হাটহাজারী নিউজ
রবিবার (৪ ডিসেম্বর) ঢাকা মিরপুর স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে সাকিবের বোলিং তোপের মুখে এবং মেহেদী মিরাজের অনবদ্য ব্যাটিংয়ে এক উইকেটে জয়ী হয় বাংলাদেশ।
১৮৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম শান্ত আউট হয়ে ফিরে গেলেও পরে ব্যাটিং করতে আসেন সাকিব আল হাসান। লিটন দাসের সাথে ভালো পার্টনারশিপের দিকে এগিয়ে যেতে থাকেন তারা। তখনই ভারত কে হারানোর অবস্থা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই নড়াচড়া দিয়ে উঠে ভারত। এরই মধ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। একে একে লিটন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ আউট হয়ে গেলে পরাজয় যখন সুনিশ্চিত। তখনই বাঘের মতো গর্জে উঠে মেহেদী মিরাজ। আর মিরাজ কে বেশ ভালো সঙ্গ দিয়ে যায় কাটার মুস্তাফিজুর রহমান। হাতে আরও ৩০ বল রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার বাহিনী।