ভারতীয় বিচারপতিকে শুভেচছা জানালেন ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোন।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টার সময় পতেঙ্গা সমুদ্র সৈকতে এই শুভেচ্ছা জানানো হয়।
ভারতীয় বিচারপতিসহ ত্রিপুরা রাজ্যের ৩৮ জন ভারতীয় পর্যটক পতেঙ্গা সী বিচ ভ্রমণে আসলে টুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের কর্মকর্তা সহ ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোনের এএসপি ইফতেখার হাসান পিপিএম (বার), ইন্সপেক্টর ইসরাফিল মজুমদার সহ অফিসার ও ফোর্সগন ভারতীয় পর্যটকদের ফুলেল শুভেচ্ছা সহ সাদরে গ্রহণ করেন।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
ভারতীয় পর্যটকরা বাংলাদেশ টুরিস্ট পুলিশের কর্মতৎপরতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়শী প্রশংসা করেন। নিবিড় নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ টুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপির প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করেন।
তাঁরা আরো জানান, ভারতে গিয়ে ভ্রমণ পিপাসুদের তারা এই নিবীড় আন্তরিকতার অভিব্যক্তি প্রকাশ করবেন। ভ্রমণ শেষে তাঁদের সম্ভাষণ জানিয়ে নিরাপত্তা সহ পরবর্তী গন্তব্যে রওনা দেয়া হয়।