বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন হাটহাজারী অনলাইন প্রেসক্লাব!
নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের প্রসিদ্ধ বংশধর মুন্সি মাহমুদুল হকের প্রথম পুত্র,৭১'র রনাঙ্গনের বীর সৈনিক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বার বার নির্বাচিত সহকারী কমান্ডার এবং দৈনিক হাটহাজারী নিউজ এর প্রকাশক ও বার্তা সম্পাদক, হাটহাজারী অনলাইন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মহিন উদ্দিনের পিতা বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়ার পঞ্চম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন।
গতকাল শনিবার (১৭ জুন) দুপুরে জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়ার কবরে জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ জুন সোমবার সকাল ৯টার দিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রতি বছর এই দিন জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়ার মৃত্যু বার্ষিকী পালন করা হয় কিন্তু এবার পবিত্র ঈদুল আজহার জন্য ১৬ জুন শনিবার ২০২৩ ইংরেজিতে পারিবারিক ও সাংবাদিক সংগঠন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও জিয়াফতের আয়োজন করা হয়।
৭১'র রনাঙ্গনের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়ার পঞ্চম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনের সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক, হাটহাজারী অনলাইন প্রেসক্লাবে সভাপতি, দৈনিক হাটহাজারী নিউজ এর সম্পাদক মোঃ আতাউর রহমান মিয়া, সহসভাপতি ও চট্টগ্রাম ট্রিবিউন এর প্রতিনিধি, দৈনিক হাটহাজারী নিউজ এর নির্বাহী সম্পাদক মোঃ একরামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক হাটহাজারী নিউজ এর প্রকাশক ও বার্তা সম্পাদক, দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধি মোঃ মহিন উদ্দিন, দৈনিক বায়ান্ন এর প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল রোকন এবং প্রবাসী আবদুল মান্নান, ছাত্রলীগ নেতা কেএম সাজ্জাদ প্রমুখ।