হাটহাজারী নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে তহুরন নেছা (৭২) নামে কনের দাদি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মধ্য রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাগেশ্বরী উপজেলার গোলেরহাট গ্রামের জামাল ইসলামের মেয়ে জেসমিন আক্তারের সাথে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের সাথে বৃহস্পতিবার রাতে বিয়ে রেজিস্ট্রি হয়।
পরে বর পক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী দু’টি গহনা প্রদান না করায় বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এক পর্যায়ে বর পক্ষের হামলায় কনের দাদি মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় কনের বাবা কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।(বিডি প্রতিদিন)